বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
নো-হেলমেট,নো-ফুয়েল”প্রচারণা কার্যক্রম ২০২৪ ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো!
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ৩:৩৬ পূর্বাহ্ন

 

সিলেট অফিস::

ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, কর্তৃক মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে “নো-হেলমেট, নো-ফুয়েল” প্রচারণা কার্যক্রম ২০২৪ পরিচালিত হয়েছে।

 

০৯/০৬/২০২৪ তারিখ সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বেলুন ফেস্টুন উড়িয়ে “নো-হেলমেট, নো-ফুয়েল” প্রচারণা কার্যক্রম ২০২৪ এর শুভ সূচনা করেন মান্যবর পুলিশ কমিশনার, মোঃ জাকির হোসেন খান পিপিএম,। পুলিশ কমিশনার মহানগরীর সম্মানীত নাগরিকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করার জন্য আহবান জানান। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নগরীর আম্বরখানা পয়েন্ট, চৌকিদেখি এলাকায় মেসার্স উত্তরা পেট্রোল পাম্প, সুবহানীঘাট মেসার্স বেঙ্গল গ্যাসলিন, সবজি বাজারে হক পেট্রোল পাম্প, হুমায়ুন রশিদ চত্তর, চন্ডিপুল পয়েন্ট দিবা-রাত্রী ফিলিং স্টেশন ও সাউথ সুরমা ফিলিং স্টেশন সমূহে “নো-হেলমেট, নো-ফুয়েল” সম্বলিত রিফ্লেস্টিক স্টিকার স্থাপন করেন। তাছাড়া যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেন। উল্টোপথে ও যত্রতত্র যানবাহন পার্কিং না করার জন্য আহবান জানান। পর্যটন নগরী ও প্রকৃতি কন্যা সিলেটের রাস্তায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের খাবারের বক্স দিয়ে শুভেচ্ছা জানান, লিফলেট বিতরণ করেন এবং মোটরসাইকেলে “নো-হেলমেট, নো-ফুয়েল” স্টিকার লাগিয়ে দেন ও হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের ফুয়েল না দিতে ফিলিং স্টেশন গুলোকে নির্দেশনা প্রদান করেন।

 

উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, এসি (ট্রাফিক-উত্তর) জনাব মোঃ গোলাম মোস্তফা, এসি (ট্রাফিক-দক্ষিণ) মোঃ জায়েদ হাসান, এসএমপি ট্রাফিক বিভাগের টিআই, সার্জেন্ট সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন