শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
সিলেট নগরীর ৭টি অস্হায়ী পশুর হাট শর্তসাপেক্ষে অনুমোদন পেল
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

 

স্টাফ রিপোর্টার, এস এম সানিয়া মাসুদ: এবারের কোরবানির ঈদে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্হানীয় সরকার শাখা থেকে ১৮ টি শর্তে নগরীর ৭স্হানে অস্হায়ী পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে গত ৮ মে সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ১২টি অস্হায়ী গরুর হাটের অনুমোদন চেয়ে জেলা প্রশাসক বরাবরে চিঠি পাঠানো হয়।

দীর্ঘ যাচাই বাচাই ও নিয়ম নীতি পর্যালোচনা করে বুধবার (২১ মে) সিলেট জেলা প্রশাসকের স্হানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার স্বাক্ষরিত ০৫.৪৬.৯১০০.০০০. ০০৯. ৩৬০০০১.২৫.৩২৮ নং স্বারকে অনুমোদন সংক্রান্ত একটি চিটি সিলেট সিটি কর্পোরেশন বরাবরে পাঠানো হয়েছে।

এতে নগরীর ৭টি স্হানে কোরবানীর ঈদ উপলক্ষ্যে অস্হায়ী পশুর হাটের অনুমোদন দেয়া হয়। সেই সাথে দেয়া হয় ১৮টি শর্ত।

শর্তগুলের মধ্যে রয়েছে:-

১। অস্থায়ী পশুর হাট নির্ধারিত সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। হাটের কোন জায়গা অস্থায়ী পশুর হাট ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ২। সরকার অনুমোদিত হারে টোল আদায় করতে হবে। সরকারি হারের অতিরিক্ত টোল আদায় করা যাবে না। ৩। পাকা রশিদ ব্যতীত টোল আদায় করা যাবে না। ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদায় কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে। ৪। ইজারাগ্রহীতাকে দৃশ্যমান একাধিক স্থানে সর্বসাধারণের অবগতির জন্য টোল চার্ট প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ৫। হাট বাজার ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৬। রেল লাইন এবং জাতীয়/আঞ্চলিক মহাসড়কের উপর বা সন্নিকটে কোন হাট বাজার বসানো যাবে না। ৭। পশুর হাটে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ৮। হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখতে হবে। ৯। জীবাণুনাশকের ব্যবস্থা রাখতে হবে। ১০। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা শৃঙ্খলা রক্ষা করতে হবে। ১১। অস্থায়ী পশুর হাট বসানোর আবেদনকারী কর্তৃক আবেদিত মাঠ/স্থানের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তি গ্রহণ করতে হবে। ১২। হাটে সিটি কর্পোরেশন কর্তৃক এক বা একাধিক ভ্রাম্যমাণ স্বেচ্ছাসেবী মেডিকেল টিম গঠন করে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৩। বর্ণিত স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের ক্ষেত্রে “সরকারি হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা, ২০১১” অনুসরণ করতে হবে। ১৪। হাটের একাধিক স্থানে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণ বিক্রয়ের ব্যবস্থা রাখতে হবে। ১৫। হাটে খাবার পানির সুব্যবস্থা রাখতে হবে। ১৬। হাটে আগতদের জন্য পয়:নিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ১৭। জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থা রাখতে হবে। ১৮। কোন পশু রাস্তায় ট্রাক/বহনকারী যান থেকে লোড/আনলোড করা যাবে না। এই শর্তাবলীর মাধ্যমে অনুমোদিত অস্থায়ী পশুর হাটের তালিকা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

যেসব হাটের অনুমোদন দেয়া হয়েছে:-

১। দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা। ২। আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়া। ৩। তেমুখী (টুকের বাজার) পয়েন্ট সংলগ্ন খালি জায়গা। ৪। মাছিমপুরস্থ কয়েদির মাঠের (পার্শ্বস্থ) খালি জায়গা। ৫। মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা। ৬। টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোড এর খালি জায়গা। ৭। শাহপরান (রহ:) বাজার সংলগ্ন খালি জায়গা।

আবেদনে যেসব হাট বাতিল হলো:-

১। ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা। ২। আখালিয়া মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা। ৩। সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা (কাজির বাজার ব্রীজের নীচ বাবনা পয়েন্ট হতে গোপশহর রোড), বরইকান্দি। ৪। পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা। ৫। সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ, তেতলী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন