বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:১০ অপরাহ্ন
Headline
দূত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন- ডা: এ জেড এম জাহিদ 
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন

 

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার থেকে :

বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ৩১ দফা যেটি এটিও বিএনপির সংস্কারের ধারাবাহিক কর্মসূচীর একটি অংশ। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দ্রুত সময়ের মধ্যে পেতে চায়। সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগনের অধিকার ফেরত দেওয়া। এজন্য অতি দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা করে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেয়া। জনগণ যাকে খুশি তাকে ইচ্ছেমত ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নিবে জনগণ ও দেশ কোন দিকে এগুবে।

 

বুধবার ১৪ মে দুপরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলরুমে জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথি বক্তবে একথা বলেন।

 

তিনি আরও বলেন বিএনপি কোন অবস্থাতেই নিজের দলের কথা, স্বার্থের কথা চিন্তা করেনাই। বিএনপি সব সময় চিন্তা করেছে দেশের কথা, দেশের মানুষের কথা, জনগন ও সংস্কারের কথা। বিএনপি মানুষের পাশে থাকে। এই দল মানুষকে ফেলে পালিয়ে যায় না। বিএনপি নেত্রী প্রলোভন, অনেক সুযোগ সুবিধা প্রস্তাবনা আসার পরও শত বাধা বিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন। নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন কিন্তু কোন ধরনের নতি স্বীকার করেন নাই, আপোষ করেন নাই। কাজেই সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

ডা: জাহিদ বলেন,আজকে নারী শিক্ষায় অগ্রগতি বলেন, নারীদের ক্ষমতায়ন বলেন প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বিএনপির। জনগনের ভোটাধিকারের বিশ্বাস করে দেখেই সংসদে প্রস্তাব পাশ করে সংবিধানে ইন কর্পোরেট করা হয়েছিল যার কারণে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারী পরবর্তীতে ৯৬ এ আরেকটি নির্বাচন হয়েছিল তত্বাবধায়ক সরকার প্রথা সংবিধানে সন্নিবেশিত করে।

 

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানসহ অন্যন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এছাড়া জেলাসদও সহ বিভিন্ন উপজেলা থেকে আসা ইউনিট কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন