

স্টাফ রিপোর্টার:
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা।
৮ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫ তম সভায় অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি সুপারিশ করা হয় ১২ জনকে। সেই সুপারিশ ১৭ মে অনুমোদন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা।
অনুমোদিত পদোন্নতি তালিকার অন্যতম একজন হলেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম।
বিষয়টি নিশ্চিত হয়েছে গতকাল রোববার ১৮ মে জনপ্রশাসন মন্ত্রনালয় এর উপ-সচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক পত্রে। পত্রে উল্লেখ সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশে পদোন্নতি অনুমোদিত কর্মকর্তাদের প্রজ্ঞাপন জারি করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয় ।
উল্লেখ্য, পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে রেজাউল করিম এসএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৫ সেপ্টেম্বর।