

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল বলেছেন, বিএনপি দলীয় প্রার্থীকে বিজয় করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) থেকে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো যে কোন মুল্যে এই আসন থেকে বিএনপি’র প্রার্থীকে আমরা বিজয় করে আনবো। শনিবার (৪ অক্টোবর ) বিকেলে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুরসহ বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র মনোয়নয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকের সময় তিনি এ কথা বলেন।
সাদরিল বলেন, আগামী নির্বাচনে আমাদের সবাই দেশের স্বার্থে জনগনের স্বার্থে কাজ করতে হবে যাতে করে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পারি। আমি আমাদের দলের নেতাকর্মীদের বলতে চাই আপনারা ঘরে ঘরে গিয়ে বিএনপি’র প্রার্থীর পক্ষে ভোট চাইবেন । কারন জনগনই আমাদের শক্তি জনগন আমাদের পাশে থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেনা । গনসংযোগকালে সাদরিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় সাদরিল আরো বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ও বিজয় সুনিশ্চিত করতে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ প্রধান, সাবেক সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম প্রধান সহ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের হীরা,সোনারগাঁও পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সৈকত সহ পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল এর নেতৃবৃন্দ।