শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
সিলেটে চুরি হওয়া বাইক দিরাই থেকে উদ্ধার : আটক ৩
আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ১:৩১ পূর্বাহ্ন

 

সিলেট অফিস::

সিলেট নগরী থেকে চুরি হওয়া মোটরসাইকেল দিরাই থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিরাই থানার হাতিয়া গ্রামের মজিদ লন্ডনীর বাড়ির পেছনের ঝোপঝাড় হতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর সাথে জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশতলা গ্রামের নুরুল ইসলামের পুত্র নয়ন ইসলাম (১৯), সিলেট নগরীর ছড়ারপাড়ের মৃত বজলু মিয়ার পুত্র কাউসার মিয়া (২৩) ও সুনামগঞ্জের দিরাই থানার পুরাতন কর্ণগাও গ্রামের মনোরঞ্জন বিশ^াসের ছেলে অভিনাশ বিশ্বাস (১৯)।

 

এসএমপির মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ মে নগরীর জল্লারপাড়স্থ আতাউর কমপ্লেক্স সংলগ্ন গলি রাস্তা থেকে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, সিলেট বিভাগের এরিয়া সেলস ম্যানেজার অরুপ রায় অপুর একটি মোটরসাইকেল চুরি হয়। তিনি পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে সুনামগঞ্জের দিরাই থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন