শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
তুমিই আমার চাঁদ
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

 

মহসিন আলম মুহিন

 

দূর আকাশে এক ফালি চাঁদ হাসে-

মনের গহীনে তাই বুঝি স্বপ্ন ভাসে।।

মেঘেরা দেয় তাকে এলোকেশী চুল-

প্রেমিক মনটা তাই ভেবে করে ভুল।।

চাঁদের হাসিতে হাসে রাতের ভুবন-

কাননে বসে আঁকে প্রিয়ার নয়ণ।।

ভাঙাঘরে আলো দেয় চাঁদের কিরণ-

আসবে প্রিয়া কবে সেই মধুক্ষণ।।

বিরহ যাতনা আর যে সহে না প্রিয়-

চাঁদের মত অমানিশা ঠেলে দেখা দিও।।

মজনুন প্রেম-প্রীতি ইতিহাসে থাক-

তোমার পরশে ‘হিয়া জুড়িয়ে যাক।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী

জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন