মহসিন আলম মুহিন
দূর আকাশে এক ফালি চাঁদ হাসে-
মনের গহীনে তাই বুঝি স্বপ্ন ভাসে।।
মেঘেরা দেয় তাকে এলোকেশী চুল-
প্রেমিক মনটা তাই ভেবে করে ভুল।।
চাঁদের হাসিতে হাসে রাতের ভুবন-
কাননে বসে আঁকে প্রিয়ার নয়ণ।।
ভাঙাঘরে আলো দেয় চাঁদের কিরণ-
আসবে প্রিয়া কবে সেই মধুক্ষণ।।
বিরহ যাতনা আর যে সহে না প্রিয়-
চাঁদের মত অমানিশা ঠেলে দেখা দিও।।
মজনুন প্রেম-প্রীতি ইতিহাসে থাক-
তোমার পরশে 'হিয়া জুড়িয়ে যাক।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.