বুধবার, ২৮ মে ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভিডিও’র কথা বলে ব্লাকমেইল করতে থাকে নাঈম, হত্যা করা হয় পরিকল্পিত ভাবে  পশুর চ্যানেলে নাবিকদের হাত-পা বেঁধে বাণিজ্যক জাহাজের মালামাল লুট রামপালে শিশু কল্যাণ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা। ডিমলায় প্রাথমিক শিক্ষকদের অনিদৃষ্ট কালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি। পলাশবাড়ী নবাগত Uno মহোদয়ের সাথে ম‌ডেল প্রেসক্লা‌বের সৌজন্য সাক্ষাৎ  ভাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থের ঘটনায় মাহ্দি সুপারসপকে ১৫ হাজার টাকা জরিমানা জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। ক্ষতবিক্ষত দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে : সেনা সদর
Headline
ক্ষতবিক্ষত
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

 

মহসিন আলম মুহিন

না যাবো না কোথাও হবো উধাও হৃদয় ক্ষতবিক্ষত,

সইতে পারি না বিরহের ‘জ্বালা রক্তক্ষরণ অবিরত।

শুধু দাম নাই, শপথের আজ, আলো নাই তাই প্রাতে,

সাধের যৌবন, সোনার জীবন, ঢেউ ঠেলে মরে রাতে।

নাই কূল কিনারা, জ্যোৎস্না তারা, গভীর কালো আঁধার,

আঘাতে আঘাতে আশার তরীখানি ভেঙ্গে হলো চুরমার।

সবুজ ঘাসে-পোড়া রঙ ধরে, হেথা প্রজাপতি নাহি বসে,

ভালবাসা হারা, হতাশার ভাণ্ড, ভরে না তাই আর রসে।

কত কথা দিলে, তবু কিছু নাহি মেলে, মিথ্যে কথন ভুয়া,

বিশ্বাস মাঝে অবিশ্বাস ঢেলে প্রেম নিয়ে খেলো জুয়া।

পদ্ম পাতার জলের মত কখন যেন পড়ে যাই, পড়ে যাই,

আহা! ক্ষতবিক্ষত কাটাছেঁড়া মনের, ঠাঁই নাই ঠাঁই নাই।

সকালের আশা, সাঁঝের বেলায় ডুবে গেছে অনাদরে,

ভুলে ডাইনির কোলে, মাথা দিয়ে তুলে, পড়েছি গহ্বরে।

হে অন্তর্যামী, মাফ করে দাও, ক্ষমা করে দাও মোরে,

তব কৃপা ছাড়া, আমি দিশেহারা-বাঁচাও এ বান্দারে।।

 

মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী

জেলাঃ-সিরাজগঞ্জ

বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন