বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
জরুরী বার্তা
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার আবুল খায়ের।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় যারা ত্রাণ নিয়ে আসতে চান,তাদের জন্য গাইড লাইন। সবাই বেশি বেশি শেয়ার ও কপি করুন।

***অব্যশ্যই সাথে করে নৌকা নিয়ে আসবেন***

কুমিল্লা বন্যা কবলিত অঞ্চলে ঢুকতে পারবেন, ৪ ভাবে:

১/কুমিল্লা জেলার শাসনগাছা হয়ে ভরাসার বাজার আসবেন, এতটুকু পর্যন্ত গাড়ি আসবে,এরপর নৌকা বা স্পিডবোড করে ইছাপুরা, মহিষমারা, ইন্দ্রবতী, বেড়াজাল, বুড়বুড়িয়া, মিথিলাপুর, শিকারপুর, খাড়াতাইয়া, গাজীপুর, বুড়িচং সদর এলাকায় ত্রাণ বিতরণ করতে পারেন।

 

২/ কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে রামপুর হয়ে গোবিন্দপুর ব্রিজের উপর দিয়ে গোসাইপুর পর্যন্ত গাড়ি আসবে, এরপর নৌকা বা স্পীড বোড করে বুড়বুড়িয়া, মিথলাপুর, কন্ঠ নগর, গোপীনাথপুর, শিবরাম পুর, বুড়িচং সদর এলাকায় ত্রাণ বিতরণ করতে পারেন।

 

৩/কান্দির পাড় থেকে চাঁনপুর/ টিক্কারচর ব্রিজ হয়ে ফকির বাজার হয়ে কালিকাপুর বাজারে যাবেন তার পর নিজস্ব নৌকা/স্পীড বোট এ করে হরিপুর, খোধাতুলি, বাকশিমুল, যদুপুর, রাজাপুর, জরুইন এবং বুড়িচং সদর এলাকায় ত্রাণ বিতরণ করতে পারেন।

 

৪/সিলেট রোডের মিরপুর, চান্দলা, ব্রাহ্মণপাড়া উপজেলা হয়ে বারেশ্বর, লড়িবাগ, পূর্নমতি, জগতপুর, আরাগ-আনন্দপুর, বুড়িচংসদর এলাকায় ত্রাণ বিতরণ করতে পারেন।

কুমিল্লা শহর থেকে নয়নপুর বাজার পর্যন্ত এই রাস্তাটা উঁচু। সবাইকে দেখছি বুড়িচংয়ের শহর অংশে ত্রাণসহ সাহায্য সহযোগিতা নিয়ে যেতে। এদিকে দিয়ে আসার অনুরোধ রইলো।

 

বিকল্প রাস্তা:

কুমিল্লা কান্দিরপাড়- চানপুর ব্রিজ-তেলকুপি-ফকিরবাজার-গাজীপুর- ছয়গ্রাম-শংকুচাইল-চড়ানল-হরিমঙ্গলপ-শশীদল-মানরা-নয়নপুর।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন