বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না : সাদরিল
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল বলেছেন, দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। আমরা যেমন আমাদের উৎসব পালন করি, ঠিক তেমনি মারমা, চাকমা, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মালম্বীরাও একইভাবে উৎসব পালন করে। এ সময় হিন্দু পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তিনি বলেন, বিএনপি সব সময়ে সব ধর্মকে সমান চোখে দেখে। যার যার ধর্ম, সে পালন করবে। সব ধর্মের প্রতি আমাদের সমান সম্মান থাকবে- এটিই বিএনপি চায়। কাউকে সম্মান করলে কেউ ছোট হয়ে যায় না। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ নাসিক ৫ নং ওয়ার্ডের বাজারে শ্রী শ্রী রাম কানাই জিউর বিগ্রহ মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে সাদরিল বলেন, দুর্গাপূজা উপলক্ষে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরইমধ্যে বলেছেন, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। সেই একই কথার পুনরুল্লেখ করে আমি বলবো- বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং বিএনপির ক্ষমতার উৎস জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের জনগণ। যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। তারা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি। এরা দেশে আবহমানকাল ধরে বিরাজমান ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, মন্দির কমিটির সভাপতি অনিক সরকার নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন