শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
Headline
সৈয়দপুরে দুই ভাই কোটিপতি গোপন তথ্য ফাঁস।
আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১:৫৫ পূর্বাহ্ন

 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে দুই ভাই মিলে থাইগেম ও ভিসা প্রতারণার চক্রে গড়ে তুলেছে। তারা প্রতারণার টাকায় ফুলে ফেপে ওঠেছে। ওই চক্রটি গড়ে তুলেছে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পলিপাড়ার আকালুর ছেলে মিনহাজুল ওরফে শুকারু ও বিষাদু । তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জিআর মামলা নং- ২৮১ ও এফ আই আর নং ২২।

অভিযোগ সূত্রে জানা যায়, বিষাদু ও মিনহাজুল দীর্ঘদিন ধরে থাই জুয়া খেলে আসছে। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, ইটালিসহ বিভিন্ন দেশে নকল ভিসা দিয়ে অনেকের কাছে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের দুই ভাইয়ের প্রতারণার শিকার হয়ে অনেকেই নি:স্ব হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, আকালু একজন সামান্য কৃষি ও ইটভাটায় কাজ কাজ করে কোনোরকমভাবে সংসার চালাতেন । তার ছেলে মিনহাজুল ট্রলিচালক। আরেক ছেলে বিষাদু তেমন কিছুই করে না। তারপরও হঠাৎ করে বর্তমানে তারা ৪ তলা ভবনের বাড়ি নির্মাণ করছে। তাদের এ বাড়ি বানানোর টাকার উৎস কোথায়? এ প্রশ্ন এলাকাবাসীর। তারা বলেন বাড়ি বাড়ি বানানোর টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হলেই তাদের প্রতারণার বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

এ বিষয়ে সৈয়দপুর থানার এ এস আই মো:জুয়েল বলেন,ৃামলা তদন্ত চলছে। তদন্ত শেষে কোটে প্রতিবেদন দাখিল করা হবে। যারা থাই বা ভিসা সাথে জড়িত তাদের কোন রকম ছাড় দেওয়া হবে না।

খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বলেন,শুকারু ও বিষাদু দুই ভাই শুনেছি থাই আর ভিসা খেলে সাথে জড়িত আছে। তার বাবা আকালু অন্যর বাড়িতে কাজ করে সংসার চালাতে হিমসিম খেত।তার ছেলেরা সুজিকি গাড়ি নিয়ে চলা ফেরা করে।

আকালু বলেন, আমার ছেলেরা চুরি ডাকাতি করে টাকা কামাই করে নাই।চেয়ারম্যান পাইলট সব জানে। আমার বিপদ আপদে চেয়ারম্যান সমাধান করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন