

হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট: কালাই উপজেলার ৪ নং উদয়পুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন- সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকে ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দে, বেলা ৪.৫০ ঘটিকায় সময় মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে, এগিয়ে যাওয়ার প্রত্যয়ে’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলন ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ উচ্চারণের মাধ্যমে শুরু হয়। সভায় বক্তারা শহীদ জিয়া অমর হোক, আলোচনা জিয়া জিন্দাবাদ, এবং তারেক রহমান জিন্দাবাদ—এই ধ্বনিগুলির মাধ্যমে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি সংহতি প্রকাশ করেন।
কালাই উপজেলা ওলামা দলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখা ওলামা দলের সদস্য মোঃ আশরাফুল জামান নয়ন। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন কালাই উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ৪ নং উদয়পুর ইউনিয়ন শাখা, জয়পুরহাট-এর আয়োজনে এই ত্রি-বার্ষিক সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার উপর জোর দেওয়া হয়।