বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তিনি বলেন, একাডেমিক সাফল্যকে সমাজ ও রাষ্ট্র নির্মাণে কাজে লাগাতে হবে। সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন, সভাপতি গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশন ও সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “চাকরির পাশাপাশি উদ্যোক্তা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জি. এম. সাদরিল, পরিচালক গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সততা অপরিহার্য।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন প্রফেসর মো. আবুল কালাম, অধ্যক্ষ সোনারগাঁও সরকারি কলেজ; মো. দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; মাওলানা মো. নাজমুল ইসলাম পাটওয়ারী, অধ্যক্ষ তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসা এবং মো. খলিল হোসেন ভুঁইয়া, প্রধান শিক্ষক মোগরাপাড়া এইচ. জি. জি. এস স্মৃতি বিদ্যায়তন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন