নারায়ণগঞ্জ প্রতিনিধি :
গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তিনি বলেন, একাডেমিক সাফল্যকে সমাজ ও রাষ্ট্র নির্মাণে কাজে লাগাতে হবে। সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন, সভাপতি গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশন ও সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “চাকরির পাশাপাশি উদ্যোক্তা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জি. এম. সাদরিল, পরিচালক গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সততা অপরিহার্য।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন প্রফেসর মো. আবুল কালাম, অধ্যক্ষ সোনারগাঁও সরকারি কলেজ; মো. দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; মাওলানা মো. নাজমুল ইসলাম পাটওয়ারী, অধ্যক্ষ তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসা এবং মো. খলিল হোসেন ভুঁইয়া, প্রধান শিক্ষক মোগরাপাড়া এইচ. জি. জি. এস স্মৃতি বিদ্যায়তন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.