

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা বাজারের ‘মাহ্দি সুপারসপ’ থেকে কেনা মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে এক শিশুর বাচ্চা অসুস্থ হওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির এর মালিক জাহিদ হোসেন (৪৮)-এ বিরুদ্ধে এর কে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু কেক জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযোগকারী ইব্রাহিম মিয়া (৩৮), জানান—রবিবার দুপুরে মাহ্দি সুপারসপ থেকে তিনি কেক কিনে বাসায় ফেরার পর তাঁর ৫ বছর বয়সী মেয়ে কেক খেয়ে অস্বাভাবিক আচরণ,ও বমি করা অসুস্থ হয়ে পড়ে এমনকি চোখ উল্টে যায়। পরে শিশুটিকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালতে লিখিত অভিযোগ করেন।