

আ: ছাত্তার মিয়া নরসিংদী:
নরসিংদীর মনোহরদী উপজেলায় গত:রবিবার (২৫ মে) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালিত হয় মনোহরদী বাজারের নিবারন মিষ্টান্ন ভান্ডার ও ভাই ভাই হোটেল এন্ড সুইটমিটে। অভিযোগ ছিল, প্রতিষ্ঠান দুটি ফার্মান্টেড মিল্ক (দই) প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করলেও বিএসটিআই থেকে প্রাপ্ত পণ্য মোড়কজাত সনদ এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করেনি। পূর্বে লিখিত ও মৌখিকভাবে সতর্ক করা হলেও প্রতিষ্ঠান দুটি তা মানেনি। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের বিষয় অবহিত করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ক্ষমা প্রার্থনা করে। পরে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর পরিদর্শক (মেট) মো: আরিফ হোসেন আসিফ। অভিযান শেষে তিনি বলেন, জনস্বার্থে পরিচালিত এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রমে বিএসটিআইয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।