সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
Headline
সরকারের নির্ধারিত বাড়ায় ব্যবহার হচ্ছে না- স্পিডবোট, ক্ষোভ যাত্রীদের
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ন

 

ভোলা প্রতিবেদক:

ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটসহ স্পিডবোট গুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহণ’সহ নেওয়া হচ্ছে না সরকার নির্ধারিত বাড়ার চেয়ে ৫০/- টাকা বেশি অতিরিক্ত বাড়া আদায়ে ভোক্ষ সাধারণ যাত্রীদের। অভিযোগ রয়েছে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ম্যানেজ করেই হচ্ছে এসকল অনিয়ম। লঞ্চঘাট গুলোতে তদারকির ছিটেফোঁটাও দৃশ্যমান নেই বিআইডব্লিউটিএর পক্ষ থেকে।

 

যাত্রী হয়রানি’সহ নানা অনিয়মের সাথে জড়িত ভেদুরিয়া-লাহারহাট বরিশাল নৌ-রুটের স্পিডবোটের মালিক সমিতির লোকজন ও শ্রমিকরা। সরেজমিনে গিয়ে দেখা যায় বিআইডব্লিউটিএর দায়িত্বরত কোনো কর্মকর্তা কর্মরত স্থানে উপস্থিত নেই।

 

অদ্য ২৫ মে (রবিবার) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় লঞ্চঘাটে বেসকিছু যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভেদুরিয়া থেকে লাহারহাট ১৫০/- টাকা আর বরিশাল ৩০০/- টাকা নির্ধারণ করার পড়ও মানা হচ্ছে না সরকারি নিয়ম। নেওয়া হচ্ছে ৩৫০/- টাকা করে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া। অভিযোগ উঠেছে যাত্রীদের সাথে দুর্ব্যবহার, সেই সঙ্গে অতিরিক্ত যাত্রী পরিবহণ করার সাথে জড়িত ঘাট কতৃপক্ষের লোকজন।

 

বেসরকারি ব্যাংককে কর্মরত এক কর্মচারী বলেন, আমার বাড়ি বরিশাল সদরে আমি নিয়মিত ভেদুরিয়া হয়ে স্পিডবোট যোগে আসা যাওয়া করে থাকি নির্ধারিত ভাড়া ৩০০/- টাকা হওয়া সত্বেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেওয় স্পিডবোট গুলোতে নেওয়া হচ্ছে ৩৫০/- টাকা। এতে বাড়তি বাড়া গুনতে হয় সাধারণ যাত্রীদের।

 

ভোলা থেকে রোগী নিয়ে বরিশাল যাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাক্তারের সিরিয়াল দিয়েছি লঞ্চে গেলে দেড়ি হবে তাই স্পিডবোট উঠেছি ৩০০/- টাকার কথা বলে আমাদেরকে বোটে তুলেছে নদীর মাঝখানে গেলে আরও ৫০/- টাকা বেশি দাবি করেন। বোটের চালক বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সাথে মারাত্মক দুর্ব্যবহার করেন। আমি বাসা থেকে হিসেব করে টাকা নিয়ে এসেছি এখন যাতায়াত খরচ বেশি হওয়াতে ডাক্তার দেখিয়ে রোগী নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা সেই দুষ চিন্তায় আছি।

 

এ ছাড়াও তারা আর-ও বলেন, যেখানে একটি বোটে ৮ জন যাত্রী নেওয়ার ধারণ ক্ষমতা রাখে। সেখানে ঝুঁকি নিয়ে ৯/১০ জন করে নিচ্ছে মাঝেমধ্যে তো ১০/১২জন করেই নেয় যাত্রী।

 

অভিযোগের বিষয়ে স্পিডবোট শ্রমিক সমিতির নেতা খোকন গণমাধ্যমকে যাত্রী হয়রানির বিষয়টি অস্বীকার করে বলেন, ভাড়া বেশি না নিলে বোট মালিক দের পোষায় পোশায় না এমনেতেই তেলের দাম বেশি বলেই অজুহাত দেখান ঘাট নেতারা।

 

এদিকে গত ১৮ মে থেকে ২০ মে টানা ৩ দিন ভোলা জেলা প্রসাশকের নির্দেশে স্পিডবোট ভেদুরিয়া টু- বরিশাল সরকার নির্ধারিত ভাড়া জন প্রতি ৩০০/- এবং ভেদুরিয়া টু লাহারহাট জন প্রতি ১৫০/- করার নির্দেশ দিয়েছে।

 

প্রচারের করে বলেন, অতিরিক্ত ভাড়া আদায় আইনত দণ্ডনীয় অপরাধ এবং অতিরিক্ত ভাড়া আদায় কারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জেলা শহর ভোলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ও ভেদুরিয়া স্পিডবোট ঘাটে ও জনসচেতনা মূলক মাইকিং করেছে জেলা তথ্য অফিস। তারপরও থেমে নেই তাদের এই অনিয়মের হিড়িক।

 

ভোলা নদী বন্দর বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক (বওপ) মোঃ রিয়াদ হোসেন এর সাথে যাত্রী হয়রানি ও বাড়তি বাড়া আদায়ের বিষয়টির সম্পর্কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত যাত্রী পরিবহণ করার বিষয়টি মানতে নারাজ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি দেখবেন বলে এড়িয়ে যান।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন