

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুমি মেলা-২০২৫ উপলক্ষে র্যালী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।
২৫ মে ( রবিবার ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে বীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহম্মেদ এর নেতৃত্বে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় সহাকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহম্মেদ বক্তব্য রাখেন।
তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মেলার আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অনলাইনে করা যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের শিকার না হয়, সে জন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
এ সময় আরো বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ সিহাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (ধলু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী আজিজুর রহমান, বৈষম্য বিরোধি আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আলামিন হোসেন সহ প্রমুখ। এসময় বিভিন্ন স্তরের উপকার ভোগী, শিক্ষক শিক্ষার্থী এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।