রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের কমিটি গঠন। ডিমলা উপজেলায় ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত।  লক্ষ লক্ষ মানুষের চরম দূর্ভোগ – শহীদ আবরার ফাহাদের নামে ব্রীজ চাই এলাকাবাসী  কালাইয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ভূমি মেলা পলাশবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ জামায়াতের প্রতিনিধি দল। ভাঙ্গায় ভূমি মেলা ২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠান ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে মারপিট, থানায় অভিযোগ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল শাওনের জানাযা!  বগুড়ার মোকামতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার  দিনাজপুরে একদিনে ৮ জনের মরদেহ উদ্ধার
Headline
গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের কমিটি গঠন।
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন

 

ইমরান সরকার:-গণ-অধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শামসুজ্জামান সিদ্দিকী মামুনকে সভাপতি ও মোঃ শামিউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ রুমন বসুনিয়াক সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

শনিবার (২৪ মে) রাতে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন , ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এবং সামনের দিকেও এ ধারা বজায় থাকবে ইনশাল্লাহ। তিনি নবগঠিত জেলা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখা বলিষ্ঠভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে সাতটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম ছড়িয়ে পড়বে ও উপজেলা কমিটি গঠন হবে বলে প্রত্যাশা রাখেন।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন