রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের কমিটি গঠন। ডিমলা উপজেলায় ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত।  লক্ষ লক্ষ মানুষের চরম দূর্ভোগ – শহীদ আবরার ফাহাদের নামে ব্রীজ চাই এলাকাবাসী  কালাইয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ভূমি মেলা পলাশবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ জামায়াতের প্রতিনিধি দল। ভাঙ্গায় ভূমি মেলা ২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠান ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে মারপিট, থানায় অভিযোগ হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল শাওনের জানাযা!  বগুড়ার মোকামতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার  দিনাজপুরে একদিনে ৮ জনের মরদেহ উদ্ধার
Headline
লক্ষ লক্ষ মানুষের চরম দূর্ভোগ – শহীদ আবরার ফাহাদের নামে ব্রীজ চাই এলাকাবাসী 
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

 

আরিফুল (কুষ্টিয়া) প্রতিনিধি :

একটি ব্রীজ না থাকায় নদী পারাপারে লক্ষাধিক মানুষ দূর্ভোগের শিকার হচ্ছে। কুষ্টিয়া শহর ঘেষা গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবীতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় গড়াই নদীর মাঝখানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকা বাসীরা অংশ নেন।

বক্তারা বলেন, স্বাধীননতার পর থেকেই গড়াই নদীর ওপরে একটি সেতুর দাবী তাদের। এটি নির্মাণ হলে কয়া, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুরসহ ৪টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবন মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। তাই দ্রত এখানে ব্রীজ করা না হলে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান তারা।

এলাকাবাসীর দাবি এই সেতুর নাম বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদের নামে বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন।

 

উল্লেখ্য, খড়া মৌসুমে গড়াই নদীর পানি শুকিয়ে গেলে পায়ে হেটে পার হাতে হয় লক্ষ লক্ষ মানুষকে। এমন পরিস্থিতিতে বিশেষকরে অসুস্থ রুগী, বয়স্ক মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়ে।

আর তাই গড়াই নদীর উপর দিয়ে জরুরী একটু ব্রীজ নির্মান হলে এই সমস্যা সমাধানের পাশাপাশি কুষ্টিয়া শহরের সাথে ৪টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের যাতায়াত সহজ হবে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন