আরিফুল (কুষ্টিয়া) প্রতিনিধি :
একটি ব্রীজ না থাকায় নদী পারাপারে লক্ষাধিক মানুষ দূর্ভোগের শিকার হচ্ছে। কুষ্টিয়া শহর ঘেষা গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবীতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২৫ মে) সকাল ১০টায় গড়াই নদীর মাঝখানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকা বাসীরা অংশ নেন।
বক্তারা বলেন, স্বাধীননতার পর থেকেই গড়াই নদীর ওপরে একটি সেতুর দাবী তাদের। এটি নির্মাণ হলে কয়া, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুরসহ ৪টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবন মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। তাই দ্রত এখানে ব্রীজ করা না হলে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান তারা।
এলাকাবাসীর দাবি এই সেতুর নাম বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদের নামে বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন।
উল্লেখ্য, খড়া মৌসুমে গড়াই নদীর পানি শুকিয়ে গেলে পায়ে হেটে পার হাতে হয় লক্ষ লক্ষ মানুষকে। এমন পরিস্থিতিতে বিশেষকরে অসুস্থ রুগী, বয়স্ক মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়ে।
আর তাই গড়াই নদীর উপর দিয়ে জরুরী একটু ব্রীজ নির্মান হলে এই সমস্যা সমাধানের পাশাপাশি কুষ্টিয়া শহরের সাথে ৪টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের যাতায়াত সহজ হবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.