শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
লালপুরে বাগানের আম পাড়া কে কেন্দ্র করে গুলিবর্ষণ
আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

 

,,,,,স্টাফ রিপোর্টার,,,,,

নাটোরের লালপুরে আশ্রমের বাগানে আম পাড়া কে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

 

২০ মে ঙ্গলবার লালপুর উপজেলা দূরদুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর অবস্থিত শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই সৎসঙ্গ সেবা আশ্রম আম বাগানের আম পারাকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা।

 

ঘটনার পর যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী ও আশ্রম সূত্রে জানা যায় আশ্রমের কমিটির পক্ষ থেকে আমবাগান লিজ দেওয়া হয়েছে আম ব্যবসায়ীরাদের।

ব্যবসায়ীরা বাগানে আম পারতে আসলে সেখানে আইনি জটিলতা থাকায় আশ্রমের মধ্যে প্রশাসন ও আশ্রম কর্তৃপক্ষের সাথে আইনি বিষয় বৈঠক চলে।

প্রশাসনের উপস্থিতিতে বৈঠক চলাকালীন সময় দুর্বৃত্তরা এসে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে প্রকাশ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এই ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

 

আশ্রমের প্রধান সেবায়েত সাধু বলেন আশ্রমের পক্ষ থেকে নাসির হোসেন কে আম ভাঙ্গার জন্য লিজ দেওয়া হয়। আজ তারা আম ভাঙতে আসলে দুর্বৃত্তরা এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

আমি ভিতরে ছিলাম আমি সেখান থেকে শব্দ পেয়েছি পুলিশ প্রশাসন সহ কয়েকজনের মোটরসাইকেল ভেঙেছে আমি এসে দেখলাম।

 

ভুক্তভোগী নাসির জানান প্রতিবারের ন্যায় আমরা এবারও এ বাগানের আম ভাঙ্গার লিজ নিয়েছিলাম,

আম ভাঙ্গা নিয়ে আইনি কাগজপত্র দেখার জন্য থানা পুলিশের সাথে আমাদের বৈঠক চলছিল এমত অবস্থায় বাইরে থেকে কিছু সন্ত্রাসী বাহিনী এসে আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং ফাঁকা গুলি ছুড়ে। জীবন রক্ষার্থে আর পাড়তে আসা শ্রমিকরা বাগান ত্যাগ করেন।

সন্ত্রাসী বাহিনী মিল্টনের নেতৃত্বে সিরাজ, সাইদুল চঞ্চল ও কয়েকজন মিলে এই হামলা চালায়।

ইতিপূর্বে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন