বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
Headline
লেখার জবাবে দেশিয় অ*স্ত্র -আক্রান্ত গণমাধ্যম কর্মী (কামাল হোসেন রাফি)
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

 

মো:শুকুর আলী,স্টাফ রিপোর্ট:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক কামাল হোসেন রাফি এর উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক কারবারিরা।

 

কামাল হোসেন রাফি দৈনিক “সংবাদ পত্রিকার” তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবে সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

 

১৮ মে (রবিবার) সকালে সংবাদ সংগ্রহ করার জন্য বেরহয়। বাদাঘাট বাজারে বাদাম পট্টিতে যাওয়া মাত্র কামাল হোসেনের উপর সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটেছে।

 

এই ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে মাদক কারবারিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত হামলাকারীদের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

 

সাংবাদিক কামালের উপর হামলা ঘটনায় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে হামলা কারী মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দেন সাংবাদিক নেতাগন।

 

লিখত অভিযোগে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সাংবাদিক কামাল সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের রুশানলে পরে। সকালে যাদুকাটা নদীতে মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য রওনা হলে বাদাম পট্টিতে আসা মাত্রই মো: বাদল মিয়া, মনির মিয়া, সাব্বির মিয়া, সুরত জামাল গং পূর্ব শত্রুতা জেরধরে তাদের সহযোগিদের নিয়ে দেশীয় অস্ত্র*সস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুত্ব আহত করে সাংবাদিক কামাল হোসেন রাফি’কে।

 

তাৎক্ষণিক তাহিরপুর উপজেলার

বাদাঘাট পুলিশ ফাড়িঁর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসী বাদল মিয়া তাহার দলবল নিয়ে হামলাকারী মাদক কারবারিরা ঘটনা স্থান থেকে পালিয়ে যাই ।

 

এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন রাফি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন