

,,,,,স্টাফ রিপোর্টার,,,,,,
পাবনা ঈশ্বরদীতে অসহায় গরীব ও দুস্থ মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঈশ্বরদী নওদাপাড়া আশ্রয়ন প্রকল্পে দাশুড়িয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্যোগে বুনোফুল স্কুল ও ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাব এর সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন দাশুড়িয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই টিভি ঈশ্বরদী প্রতিনিধি আলিফ হাসান, এন টিভি ঈশ্বরদী প্রতিনিধি রাসেল হোসেন , ৭১ টিভি ঈশ্বরদী প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, সাংবাদিক তুহিন হোসেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য অতিথি বিন্দু গণ।
এই ক্যাম্পটি সকাল ৯টা থেকে দিনব্যাপী এলাকার দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।