বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
বগুড়ায় তাবলীগ পন্থি দ্বারা তরিকাপন্থি হুজুর মারধোর, ছিনতাইয়ের শিকার, থানায় অভিযোগ 
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

 

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:

শান্তির ধর্মে ইসলামের মধ্যে বিভিন্ন তরিকাপন্থি অনুসারীরা নিজ নিজ তরিকামতে ধর্মানুশাসন পালন করে থাকেন। বিভিন্ন তরিকাভুক্তি হওয়ার কারণে এক তরিকা অনুসারীরা অন্য তরিকার অনুসারীদের প্রতি হীনমন্যতা পোষণ এবং ধর্ম অবমাননার অভিযোগ তোলেন। নিজ নিজ তরিকার অনুসারীরা তাদের পথকেই সঠিক হিসেবে বিবেচিত করেন। যার ফলে শান্তির ধর্ম ইসলামের বিভিন্ন তরিকাপন্থিদের মাঝে অশান্তি লেগেই থাকে। ফলে দিন দিন শান্তির ধর্ম ইসলামের প্রতি ধর্মানুসারীদের গোঁড়ামি আর কুসংস্কারের অন্ত নেই। ইসলামের দুই তরিকাপন্থির মাঝে জোরপূর্বক অংশগ্রহণকে কেন্দ্র করে মারামারি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা যায়। বগুড়া জেলার গাবতলী থানার আটাপাড়া-মুছিখালীতে তাবলীগ জামায়াতে জোরপূর্বক অংশগ্রহণ করার তাগিদ দিলে ভুক্তভোগী ইসলামের তরিকাপন্থি হুজুর সহিদুল ইসলাম ওরফে পাগলা সহিদুল ও তাবলীগ পন্থি মানিকের মধ্যে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায় গত ১৩ মে, সকাল আনুমানিক ৭:০০ ঘটিকার সময় ইসলামের তরিকা পন্থি হুজুর সহিদুল ইসলাম গাছ কেনার জন্য আটাপাড়া হতে রামেশ্বরপুর যাওয়ার উদ্দেশ্যে অটোগাড়ীতে উঠে এবং একই গাড়ীর পিছনের দিকে তাবলীগ পন্থি মানিক বসে। অটোগাড়ী আটাপাড়া হতে মুছিখালী নামক স্থানে পৌঁছাল মানিক পাগলা সহিদুলকে তাবলীগ জামায়াতে অংশগ্রহণের জন্য তাগিদ দেয়। তাতে পাগলা সহিদুল অস্বীকৃতি জানায়। জোরপূর্বক তাবলীগ জামায়াতে অংশগ্রহণের চেষ্টা করলে পাগলা সহিদুল তাতে বাঁধা দেয় ফলে মানিক প্রথমে গালিগালাজ করে এবং মারধোর করে। একপর্যায়ে পাগলা সহিদুলের নিকট গাছ ক্রয়ের জন্য থাকা ৪৮৭৫০ (আট চল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আশেপাশের লোকজন এমন ঘটনা দেখতে পেয়ে ছুটে এসে আহত পাগলা সহিদুলকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। লোকজনের আগমন টের পেয়ে পাগলা সহিদুলকে হত্যার হুমকি দিয়ে তাবলীগ পন্থি মানিক পলায়ন করে।

উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচারের আশায় পাগলা সহিদুল থানায় অভিযোগ দায়ের করেন।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন