নেশা


খন্দকার জাহাঙ্গীর হোসেন
তোমার হরিণ কালো চোখে খুনের নেশা
প্রেম নয়, নয় শীতল-উষ্ণ ভালবাসা
তবুও প্রেম রাঙ্গা দহনে আমি জ্বলি
করি শতবার চেষ্টা কেমনে তোমারে ভুলি।
তোমার মাথায় শ্রাবণের মেঘ কালো এলোমেলো চুল
দমকা বাতাসে উড়ে তোমার গলায় বকুল ফুল
স্বাধীন পতাকার মত শাড়ির আঁচল উড়ে
কেমনে যাই এ পথ ছেড়ে মরণের ওপাড়ে।
টেটাবিদ্ধ হৃদয় আমার অপরূপ তোমার চোখে
হৃদয় চোখের স্বপ্ন ছায়ায় ভালবাসার ছবি আঁকে
এখন আকাশ মেঘে পথের পাশে তোমাকে অপরূপ দেখি
কালো চোখের নেশায় বদ্ধ পাগল আমি একেলা কেমনে থাকি।।
# প্রবাসী লেখকঃ- ০৩.২০.২০২৫ আমেরিকা
নামঃ-খন্দকার জাহাঙ্গীর হোসেন
মোবাইল নং-০১৯১৬৫৪৪৩৫৭৬
৮৩৬৭ হানিকম্ব ওয়ে
স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়া
৯৫৮২৮ ইউএসএ।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন