

নিজস্ব প্রতিনিধি(দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি, বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও মোঃ ওয়াহাব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মজিবুর রহমান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রেনু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক সেলিম হাসান,
বিদ্যালয়ের দাতা সদস্য অধ্যাপক হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আব্দুল বারেক,
মেদনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ।
পরিশেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।