

(এস,এম,আলতাব হোসেন —বিশেষ প্রতিনিধি)—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজে অত্র ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী “কৃষক দলের”নেতৃত্বে কৃষক সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ খলিলুর রহমান, সভাপতি অত্র ইউনিয়ন কৃষক দল। নব গঠিত ওয়ার্ড” কৃষক দলের “সদস্যদের পরিচয়সহ আসন গ্রহন করানো হয়।পরে পর্যায়ক্রমে আগত বিভিন্ন নেতৃবৃন্দের ও উপস্থিত সকলকে আসন গ্রহনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম চলতে থাকে। পবিত্র কুরআন তিলাওয়াত করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক গোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে “কৃষক সমাবেশের” অংশ হিসাবে অত্র ইউনিয়নের “কৃষক দলের” উদ্যোগে সমাবেশ চলতে থাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ —-ঠান্ডু,সিরাজগঞ্জ জেলা কৃষক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম। সভাপতি রায়গঞ্জ উপজেলা বি এন পি। আরো উপস্থিত হয়ে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন জনাব মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহসভাপতি রায়গঞ্জ উপজেলা ও পাঙ্গাসী ইউনিয়ন বি এন পির সম্মানিত সভাপতি। জনাব মোঃভিপি আয়নুল হক।জনাব মোঃআব্দুর রাজ্জাক।জনাব মোঃ শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক, অত্র ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ শামসুল ইসলাম খোকন, প্যানেল চেয়ারম্যান অত্র ইউনিয়ন পরিষদ।জনাব এস,এম, আলতাব হোসেন, সিনিয়র সহসভাপতি অত্র ইউনিয়ন কৃষক দল। জনাব মোঃ রমজান আলী সেখ, সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন কৃষক দল সহ সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।উক্ত সমাবেশ পরিচালনা করেন জনাব মোঃ মুনসুর হেলাল, সাংগঠনিক সম্পাদক, অত্র ইউনিয়ন কৃষক দল। কৃষকদের সকল সমস্যা নিয়ে আলোচনা, বক্তব্য রাখেন সকলেই। “শহীদ জিয়া অমর হোক–বেগম খালেদা জিয়া সুস্থ হোক,তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে আসুক, জিন্দাবাদ।” এই স্লোগানে স্লোগানে উজ্জীবিত হয়ে ওঠে উক্ত সমাবেশ। পরের স্লোগানে থাকে –“ফলাবো ফসল,গড়বো দেশ,গণতন্ত্রের বাংলাদেশ। ” তারপর নব গঠিত নেতা কর্মী ও আমন্ত্রিত নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভাপতির সমাপনী বক্তৃতার মাধ্যমে উক্ত সমাবেশের কার্যক্রম শেষ হয় ও খাবারের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।