বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ন
Headline
অবৈধভাবে কয়রার কপোতাক্ষ নদ থেকে উত্তোলন করা হচ্ছে বালু।
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন।৮ ডিসেম্বর রোজ (রবিবার), খুলনা জেলার কয়রা থানার মদিনাবাদ লঞ্চঘাটের নিকটবর্তী স্থান থেকে অবৈধভাবেই বালু উত্তোলন করা হচ্ছে।
কয়রার কপোতাক্ষ নদী থেকে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ।স্থানীয় কিছু আওয়ামী রাজনীতির প্রভাবশালী নেতাদের হাত ধরে চালিয়ে যাচ্ছে বালু উত্তোলনের কাজ।গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতনের পর ও আওয়ামী দোসরের কিছু লোকজন কপোতাক্ষ নদের মদিনাবাদ নামক লঞ্চঘাট স্থান থেকে বালুর ব্যবসা লাচিয়ে যাচ্ছে।বালু ভর্তি ট্রলার খালি করতে রাস্তার গায়ে ভিড়িয়ে ট্রলার হতে বালু নামানোর সয়ম ধ্বংস করে দিচ্ছে রাস্তা।এভাবে অবৈধ ভাবে বালু উঠাতে থাকলে রাস্তাঘাট ও জনগন ক্ষতির সম্মুখীন হবে। স্থানীয় লোকজন ও এলাকার জনগন বলছে এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে থাকলে২০০৯ সালের ২৫শে মে ঘূর্নিঝড় আইলার মত রাস্তা ভেঙ্গে পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি মধ্য পড়তে হবে।তারা আরো বলেছে আমাদের কয়রার মানুষের জীবনে আবারও কালো অন্ধকারের ছায়া
নেমে আসতে পারে এই অবৈধ বালু উত্তোলন করার করে ফলে। নদীর বাঁধের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসীর দাবি এবং নদীর বাঁধের কাজ চলছে তার ওপর দিয়ে অবৈধ বালু ট্রলিতে করে নিয়ে আসছে। তার কারনে বাঁধের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেএলাকাবাসীর দাবি। সচেতন মহলের কাছে এলাকাবাসীর দাবি এর দ্রুত সমাধান না করলে আমাদের কয়রাবাসী অনেক বড় সমস্যা ও দুর্ঘটনায় পড়তে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন