শনিবার, ২৪ মে ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
Headline
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১:১১ পূর্বাহ্ন

 

আ: ছাত্তার মিয়া নরসিংদী:

এইচএসসি পরীক্ষায় এবারও চমক দেখিয়েছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। অদ্য মঙ্গলবার ( ১৫ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৮১ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার হার ৮৪.৬৫ শতাংশ। এবারের ফলাফল গত ৫ আগস্টের গণঅভ্যুথানে নিহত, আহত ছাত্র-জনতাকে উৎসর্গ করেছেন পাস করা শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ।

 

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে। ২০১৫ সাল থেকে সেরাদের তালিকা না হলেও নিজেদের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। মঙ্গলবার সকালে ফলাফলের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ প্রাঙ্গণে ছুটে আসেন। এবছর এইচএসসি পরীক্ষায় মোট ১হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ১হাজার ১৮১ জন। অত্র কলেজের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও নরসিংদীবাসীর পক্ষ হতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ও অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ হেরেম উল্যাহ আহছান মহোদয়ের প্রতি অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন