বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
নীলফামারী সৈয়দপুরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান।
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

 

স্টাফ রিপোর্রটার এরশাদ হোসেন পাপ্পু : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া পৌর এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

 

গতকাল বুধবার (৯ অক্টোবর) বিকেলে পৌর কমিউনিটি সেন্টার চত্বরে চাল ও অর্থ সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী।

 

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সহ সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর শাখার আহবায়ক ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সহ সভাপতি ও বিএনপি নেতা সাবেক ইউপ চেয়ারম্যান টিকেন্দ্র জিৎ রায় মিরু , সৈয়দপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজকুমার পোদ্দার রাজু, সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।

 

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধিজনেরা সনাতন ধর্মাবলম্বী সকল নারী পুরুষের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমাদের পরিচয় আমরা মানুষ। তাই বরাবরের মতো এবারও দুর্গাপূজার উৎসবে আমরা সকলে সামিল হয়েছি। কোন অপশক্তি আমাদের মাঝে সম্প্রীতির বন্ধনে চিড় ধরাতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সামিল হবো পূজার আনন্দে। তারা সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

 

পরে উৎসবের উপহার হিসেবে পৌর এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য ২ হাজার টাকা করে ৩২ হাজার টাকা এবং ৪৫০ টি পরিবারের নারী পুরুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।

 

 

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন