বিশ্ব মেডিটেশন দিবস


শাহজালাল সুজন
তারিখ- ২১/০৫/২০২৪
যোগ ব্যায়াম বা মেডিটেশন
দেহের জন্য ভালো,
দেহের অর্গান ফুসফুস সহ
দূর করে সব কালো।
নিয়ম মেনে শরীরচর্চা
প্রতিদিনই করো,
থাকবে সতেজ মনের গতি
সুস্থ দেহ গড়ো।
উইলিয়ামস নাম বৃটিশ শিক্ষক
প্রথম পালন করে,
একুশে মে মেডিটেশন
বার্তা সকল তরে।
কোয়ান্টাম নাম ফাউন্ডেশন
বাংলাদেশে শুরু,
মেডিটেশন বা যোগ ব্যায়াম
সবল দেহের গুরু।
প্রতিপাদ্যের বিষয় ঘিরে
প্রেসক্লাব চত্বর সাজে,
স্বেচ্ছাসেবী সংগঠন তাই
থাকে নানান কাজে।
সুশীল সমাজ সকল মিলে
মেডিটেশন করি,
সুস্থ জীবন নির্মল বায়ু
এই দেশটাকে গড়ি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন