সোমবার, ২৬ মে ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের কমিটি গঠন।
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন

 

ইমরান সরকার:-গণ-অধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শামসুজ্জামান সিদ্দিকী মামুনকে সভাপতি ও মোঃ শামিউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ রুমন বসুনিয়াক সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

শনিবার (২৪ মে) রাতে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন , ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এবং সামনের দিকেও এ ধারা বজায় থাকবে ইনশাল্লাহ। তিনি নবগঠিত জেলা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখা বলিষ্ঠভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে সাতটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম ছড়িয়ে পড়বে ও উপজেলা কমিটি গঠন হবে বলে প্রত্যাশা রাখেন।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন