

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দারা একটি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (২৪ মে) বিকাল ৪টায় মানিকনগর সরকারি রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মৃত দাউদ আলীর ছেলে কামাল শেখ রিপন দীর্ঘদিন ধরে ভূমি দখল, মাদক ব্যবসা এবং মামলার মাধ্যমে এলাকাবাসীকে হয়রানি করে আসছেন। সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছেন তিনি। স্থানীয়দের দাবি, কামাল শেখ রিপনের এসব কর্মকাণ্ড বন্ধ করতে বলা হলে তিনি ও তার স্ত্রী মিলে ইতোমধ্যে ৪টি মামলা করেছেন।
সর্বশেষ, তিনি বাগেরহাটের বিজ্ঞ আমল আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা (পি-১০/২৫) দায়ের করেছেন, যেখানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, রাতের অন্ধকারে দোকান ভাঙচুর করে ১০ লাখ টাকা ক্ষতি, এবং জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে আরও এক লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী মো. সাহিনুল ইসলাম বলেন, “আমি, মিলন, সেলিম বাপ্পি, মুজিবর ও মাহাফুজ শেখসহ মোট ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে। অথচ রাতে কে বা কারা দোকান সরিয়ে নিয়েছে তা আমাদের জানা নেই। তবুও একের পর এক আমাদের আসামি করা হচ্ছে।”
এ প্রসঙ্গে রামপালের এসিল্যান্ড আফতাব আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি জায়গা দখলের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং অবৈধ দখল ছাড়ার নির্দেশ দেন।
অভিযোগ বিষয়ে অভিযুক্ত কামাল শেখ রিপনের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭৩২০৫০৫০৫) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।