রবিবার, ২৫ মে ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল শাওনের জানাযা!  বগুড়ার মোকামতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার  দিনাজপুরে একদিনে ৮ জনের মরদেহ উদ্ধার বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন জামাই গ্রেফতার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ভাঙ্গায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গায় সোনাখোলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  তোমাকে হারাতে যদি হয় রামপালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন। সিলেটের ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির নিন্দা ও প্রতিবাদ
Headline
রামপালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন।
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দারা একটি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (২৪ মে) বিকাল ৪টায় মানিকনগর সরকারি রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মৃত দাউদ আলীর ছেলে কামাল শেখ রিপন দীর্ঘদিন ধরে ভূমি দখল, মাদক ব্যবসা এবং মামলার মাধ্যমে এলাকাবাসীকে হয়রানি করে আসছেন। সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছেন তিনি। স্থানীয়দের দাবি, কামাল শেখ রিপনের এসব কর্মকাণ্ড বন্ধ করতে বলা হলে তিনি ও তার স্ত্রী মিলে ইতোমধ্যে ৪টি মামলা করেছেন।

 

সর্বশেষ, তিনি বাগেরহাটের বিজ্ঞ আমল আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা (পি-১০/২৫) দায়ের করেছেন, যেখানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, রাতের অন্ধকারে দোকান ভাঙচুর করে ১০ লাখ টাকা ক্ষতি, এবং জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে আরও এক লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

 

ভুক্তভোগী মো. সাহিনুল ইসলাম বলেন, “আমি, মিলন, সেলিম বাপ্পি, মুজিবর ও মাহাফুজ শেখসহ মোট ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে। অথচ রাতে কে বা কারা দোকান সরিয়ে নিয়েছে তা আমাদের জানা নেই। তবুও একের পর এক আমাদের আসামি করা হচ্ছে।”

 

এ প্রসঙ্গে রামপালের এসিল্যান্ড আফতাব আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি জায়গা দখলের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং অবৈধ দখল ছাড়ার নির্দেশ দেন।

 

অভিযোগ বিষয়ে অভিযুক্ত কামাল শেখ রিপনের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭৩২০৫০৫০৫) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন