শনিবার, ২৪ মে ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
Headline
নববর্ষের আগমনে
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

 

মহসিন আলম মুহিন

 

পুরাতন বছরকে বিদায়, নতুন বছরের আগমন,

নতুন খুশীতে নাচে হিয়া, নাচে তাই তনু-মন।।

ঝরা-খরা, রোগ-ব্যাধি সব যাক দূরে সরে,

আসুক ভালো যত আগামীর কোল জুড়ে।।

 

আগত নববর্ষে, নতুনের পরশে ভরে উঠুক প্রাণ,

আলোকসজ্জায় সজ্জিত হোক ভালো যত স্থান।।

সকল প্রাণেই লাগুক দোলা, লাগুক নতুনের ছোঁয়া,

নতুন বছরে শুভ্র গগনে না উঠুক কালো ধোঁয়া।।

 

নতুন করে সকলের মাঝে এসেছে নতুন বছর,

সাম্য-মৈত্রী, ভ্রাতৃত্বের বন্ধনে বাড়ুক আরও কদর।।

স্বপ্নগুলো সবই বাস্তব হয়ে-ঝলমল করুক দুয়ার,

ভালো যত আসুক ভুবনে, বিশ্ব হোক এক পরিবার।।

 

কাঁধে কাঁধ হাতে হাত থাকি যেন মোরা শান্তিতে,

হিংসা-বিদ্বেষ ভুলে সকলে-চলি যেন একিসাথে।।

নতুন চাওয়া, সব হোক পাওয়া-দূর হোক হতাশা,

প্রভুর কাছে প্রার্থনা মোদের পূরণ করো সব আশা।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন