বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
কবি নজরুল 
আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

 

মহসিন আলম মুহিন

 

দুই বাংলার প্রাণের কবি

যেন গোলাপ ফুল,

তুমি সবার নয়নের মনি

প্রিয় কবি নজরুল।।

 

পশ্চিম বাংলায় জন্ম তোমার

গ্রামের নাম চুরুলিয়া,

গরীব ঘর অভাবের সংসার

ডাক নাম দুখু মিয়া।।

 

দুরন্ত স্বভাব পয়সার অভাব

জীবন বাঁচাতে নিয়া,

রুটির দোকানে কাজের প্রস্তাব

লেটোর দলেও গিয়া।।

 

অভাব যে কত ছিল অবিরত

কহিতে অশ্রু ঝরে,

কড়ির কারণেই কবি আহত

বুলবুল, অকালেই ঝরে পড়ে।।

 

বুলবুল শান্ত ঘুমায় দুয়ারে-

কাফনের হয় না যোগাড়,

মেলে না অর্থ ঘুরে দ্বারে দ্বারে

বলে-কবিকে, গান গাহিবার।।

 

গান গেয়ে কবি টাকা আনে-

তাতে হয় দাফনের সমাধান,

অথচ কবির রচিত গানে-

‘কতজন হয় ধনবান।।

 

পুত্রের শোক বসে যায় বুকে

বলিতে পারে না কথা,

বড় অসুখে ধরে কবিকে

মাথাতে চরম ব্যথা।।

 

সাম্যের কবি দ্রোহের কবি

কণ্ঠ মাঝে শত সুর,

শিকল ভাঙ্গার জলন্ত রবি

প্রেম ভালবাসায় ভরপুর।।

 

ঘুমন্তরে কবি জাগ্রত করে

ভাঙ্গা দেহে আনে প্রাণ,

অসি নিয়ে কবি সম্মুখ সমরে

মসিতে তোলে স্বাধীনতার গান।।

 

নবী প্রিয় কবি বিশ্ব ভুবনে

কে তার সমতুল্য,

হামদ-নাত-ইসলামি গানে

তারই লেখা অমুল্য।।

 

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-

সকলের কাছে কবি প্রিয়,

সাহিত্যঙ্গনে কবির অবদান

তুলনার বাহিরে অতুলনীয়।।

 

অল্প সময় কবিত্ব জীবন

কত কিছু তার লেখা,

পক্ষাঘাতে কবি, কবির ‘ভুবন-

থেমে গেলো কথামালার রেখা।।

 

তোমার স্তুতি কি গাহিব লিখে

আমি জ্ঞানহীন নাদান,

দোয়া করি, প্রভু রাখুন মহাসুখে-

জান্নাত করুন দান।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর

উপজেলাঃ-চৌহালী

জেলাঃ-সিরাজগঞ্জ

বিভাগঃ-রাজশাহী

দেশঃ-বাংলাদেশ

মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন