বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
ভাঙ্গায় বড় ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ পুলিশ সদস্য ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ 
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

ভাঙ্গা প্রতিনিধি ফরিদপুর।

ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে আপন বড় ভাই ও ভাবিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্য ছোট ভাইয়ের বিরুদ্ধে৷

রবিবার(১৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় গুরুতর আহত পীরেরচর গ্রামের হাশেম শেখের পুত্র লুৎফর রহমান ও তার স্ত্রী আসমা বেগম।

জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাই লুৎফর রহমানের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো ছোট ভাই সোহেলের। সেই বিরোধপূর্ণ জমিতে আজ সকালে পুলিশ সদস্য সোহেল গাছ কাটতে গেলে বড় ভাই লুৎফর রহমানের সাথে কথা-কাটাকাটি হয়৷ কথা-কাটাকাটির সময় এক পর্যায়ে ছোট ভাই সোহেল লাঠি দিয়ে পিটিয়ে বড় ভাই লুৎফর রহমানকে মারতে থাকে। তখন বড় ভাইয়ের স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও মেরে তিনটি দাঁত ভেঙে দেয়।

এবিষয়ে বড় ভাই লুৎফর রহমান বলেন, আমার লাগানো গাছ সোহেল জোরপূর্বক কেটে নিতে গেলে আমি বাঁধা দেই৷ তখন সে লাঠি দিয়ে আমাকে এবং আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। তিনি আরো বলেন, সোহেল পুলিশের চাকুরী করে দেখে সবসময় প্রভাব খাটিয়ে চলে এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখায়।

এবিষয়ে পুলিশ সদস্য ছোট ভাই সোহেলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন