শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
Headline
শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারে এক লক্ষ পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

 

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:

সোমবার বিকালে উপজেলার মোকামতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

এ অভিযানে সালেহা ডায়াগনস্টিক সেন্টারের

নিবন্ধন না থাকায় এবং ল্যাবরেটরিতে মেয়াদ উত্তীর্ণ চিকিৎসা উপাদান পাওয়ায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫০০০/- এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১,০০০০০/- মোট ১,০৫০০০/- জরিমানা আদায় করা হয়। এবং হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারের এক্স-রে কক্ষে বিধি মোতাবেক ব্যবস্থাপনা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় প্রসিকিউশন দিয়ে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমীন। শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন