

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলায় আজ এক অনুষ্ঠানে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।
সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান নির্বাচিত সুফলভোগীদের হাতে হৃষ্টপুষ্টকরণের জন্য ষাঁড় তুলে দেন। এ সময় তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত যত্ন সহকারে ষাঁড় পালনের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে।