

,,,,স্টাফ রিপোর্টার,,,,
নাটোরের লালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবনেতা গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। সভায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কৌশলগুলোর ওপর আলোচনা করেন প্রধান অতিথি।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, উপজেলা হাবিবুল বাশার, উপজেলা যুবদলের সদস্য বুলেট খান প্রমুখ।