শনিবার, ২৪ মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
কয়রায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল।
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

 

স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।

সারাদেশে চলমান ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনার কয়রায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার( ১১ মার্চ) সন্ধ্যা ৬:৩০ টায় কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার শাখার উদ্যোগে কয়রা জিরোপয়েন্ট মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

 

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী। এছাড়া বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সচিব মারুফ বিল্লাহ,মূখ্য সংগঠক ইমদাদুল হক টিটু,মুখপাত্র রওশন হৃদি,উপদেষ্টা শাহারুল ইসলাম সুজনসহ আরো অনেকে।

 

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার ষড়যন্ত্রের অংশ। তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

বক্তারা আরও জানান, আগামী ৯০ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্রসমাজ দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন