বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া সৈনিক দল নাসিক ৩নং ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা জনগণের অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে : গিয়াসউদ্দিন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফতুল্লা থানার পুর্ণাঙ্গ ও সোনারগাঁও থানার আহবায়ক কমিটি ঘোষনা নাসিক ৭ নং ওয়ার্ডে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের পক্ষে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন সিদ্ধিরগঞ্জে অসুস্থ বিএনপি নেতাদের খোঁজখবর নিলেন সাদরিল সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের এপিএস নির্বাচিত হওয়ায় সাদরিলকে সংর্বধনা সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের: ইশরাক পৃথিবীর সর্বনাশের জন্য আমরা আসামি : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের আহবানে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন
Headline
আওয়ামীলীগ কর্মীর অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির নেতা
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন

রনি আকন্দঃ জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেনের সঞ্চালনায় মহান বিজয় দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.ইব্রাহিম হোসেন ফকির। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি আহ্বায়ক প্রধান অতিথি থাকায় উপজেলার বিএনপি একাংশ নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব সমাজের এবং কুলি শ্রমিক বৃন্দের সার্বিক তত্ত্বাবধানে মহান বিজয় দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আয়োজক ও সঞ্চালনায় ছিলেন মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেন ফকির। নাজমুল হোসেন’এর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলনের ছত্রছায়াই, বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

নাজমুলের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো পাত্তা না দিয়ে তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করায় কালাই উপজেলা বিএনপি  আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেন ফকিরের উপর অসন্তুষ্ট বিএনপির একাংশের নেতা কর্মীরা।

উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট সকাল ৯ টা পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের উপর চরাও ছিল আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেন ফকির। বিগত সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট ডাকাতি করে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যানের আস্থাভাজন হয়ে উঠেছিল নাজমুল।

মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মেহেদী হাসান জলি বলেন, বিগত সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান ও হুইপের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থতি থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছে নাজমুল। মাত্রাই ইউনিয়ন বিএনপিতে  অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের দৌরাত্ন বেরেছে। বর্তমান নাজমুল হোসেন ফকিরকে উপজেলা বিএনপির আহ্বায়কের মদদে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে ।

মাত্রাই ইউনিয়ন বিএনপির নেতা বলেন, বিএনপির সুদিনের সম্ভাবনায় এখন অনেক হাইব্রিড নেতা জুটতে শুরু করেছে, আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী খোলস পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে। হাইব্রিড নেতাদের কারণে বর্তমান মাত্রাই ইউনিয়ন মূল বিএনপি নেতারা অনেক বিপদে আছে। হাইব্রিড নেতা নাজমুল বৈষম্যবিরোধী আন্দোলনের বিপারীতে আওয়ামী লীগের সঙ্গে ছিলো। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ইব্রাহিম হোসেন ফকির এখন বিএনপির ঐতিহ্য ও  সুনামকে নষ্ঠ করতে মারিয়া হয়ে উঠেছে।

মাত্রাই বাজারের প্রবীণ আওয়ামী লীগ কর্মী মোসলেম উদ্দিন ও মোন্না পাড়ার আমজাদ হোসেন সহ অনেকেই জানান, নাজমুল ৫ আগস্ট পর্যন্ত  উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে আওয়ামী লীগ করছে। এখন শুনতেছি আবার ইব্রাহিমের সাথে বিএনপির রাজনীতি শুরু করছে।

নাম  প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানের আয়োজক এক কুলি শ্রমিক বলেন, আমাদের কুলি সমিতির পক্ষে এতবড় আয়োজন করা সম্ভব নয়। আমাদের নাম দিয়ে নাজমুল এই অনুষ্ঠান আয়োজন করছেন।
এই বিষয়ে নাজমুল হোসেন ফকির বলেন, আমি মাত্রাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক’কে প্রতিহত করার জন্য  আওয়ামী লীগের রাজনীতি করতে বাধ্য হয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগগুলোর কোন ভিত্তি নেই।

কালাই উপজেলার বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির বলেন, নাজমুল হোসেন ফকিরের বাবা মাত্রাই ইউনিয়নের বিএনপির প্রতষ্ঠাতা সভাপতি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায়
নাজমুল থাকলেও আমি মুলত গিয়েছি মাত্রাই ইউনিয়ন যুব সমাজের দাওয়াতে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন