বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া সৈনিক দল নাসিক ৩নং ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা জনগণের অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে : গিয়াসউদ্দিন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফতুল্লা থানার পুর্ণাঙ্গ ও সোনারগাঁও থানার আহবায়ক কমিটি ঘোষনা নাসিক ৭ নং ওয়ার্ডে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের পক্ষে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন সিদ্ধিরগঞ্জে অসুস্থ বিএনপি নেতাদের খোঁজখবর নিলেন সাদরিল সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের এপিএস নির্বাচিত হওয়ায় সাদরিলকে সংর্বধনা সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের: ইশরাক পৃথিবীর সর্বনাশের জন্য আমরা আসামি : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের আহবানে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন
Headline
সিলেটে সীমান্তে পৃথক অভিযানে ৬৪ লাখ টাকার চোরাই চিনি ও গরু জব্দ!
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

 

বিকাল বার্তা প্রতিবেদক>>

সিলেটে ২ দিনে পৃথক পৃথক অভিযানে ৬৪ লাখ ১০ হাজার টাকার ভারতীয় চোরাই চিনি ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার(৭অক্টোবর) থেকে বুধবার (৯অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট ও লোভাছড়া বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই চিনি ও গরু জব্দ করা হয়। এসময় একটি অটোরিকশাও (সিএনজি) জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী, পিএসসি।

 

বিজিবি জানায়, বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সুরাইঘাট বিওপি’র একটি টহল দল কানাইঘাট উপজেলার মালিগ্রাম নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি সন্দেহজনক ট্রাকে সিগন্যাল দিয়ে বালুর নিচ থেকে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করে।

 

একইদিন ভোররাত ৪টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ঘিলাতৈল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭ টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৯০ হাজার টাকা।

 

গত সোম ও মঙ্গলবার (৭ ও ৮ অক্টোবর) বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট ও লোভাছড়া বিওপি’র ৩টি টহল দল বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জৈন্তাপুর ও কানাইঘাটেৎর সীমান্তবর্তী এলাকায় একটি অটোরিকশা থেকে ২হাজার ৮০০ কেজি চোরাই চিনি জব্দ করে। এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৯ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দিয়েছেন বিজিবি।

 

এব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী, পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন