বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
পুলিশ দিয়ে ক্ষমতা দেখানোর দিন শেষ : সাবেক কাউন্সিলর সাদরিল
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল বলেছেন, আগে বিচারে কি হইতো ডাইরেক্ট পুলিশ আনতো, কিছু হইলেই পুলিশ, এলাকায় পুলিশ আসা বন্ধ, এলাকায় পুলিশ আসতে পারবে না। সমাজের যারা নেতৃত্ব দিবে তারা যদি মনে করে পুলিশ আনতে হবে, তখন পুলিশ আসবে। আর যারা নিজে থেকে পুলিশ নিয়ে আসবে তাদেরকে সমাজ থেকে বাদ করে দিতে হবে।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে নাসিক ৫নং ওয়ার্ড এলাকায় ’ সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ’র জরুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাবেক কাউন্সিলর জিএম সাদরিল বলেন, আগে আমরা আমাদের বিচার করবো, বিচার যদি না করতে পারি তখন থানায় যাব। কথা বললেই পুলিশ দিয়ে ক্ষমতা দেখানোর দিন এখন শেষ। যারা পুলিশ আনবে তারা সমাজের শত্রু। আগে সমাজের বিচার সমাজের মুরব্বিরাই শেষ করে দিত। এখন কিছু হলেই আগে পুলিশ ধইরা নিয়ে যায়। পরে ২০ হাজার ৫০ হাজার টাকা কন্ট্রাক হয়। এগুলো সমাজ থেকে দুর করতে হবে।
‘সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ’র সভাপতি এসএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈন উদ্দিনের সঞ্চালনায় উক্ত জরুরী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কাজী মোস্তফা, আব্দুর রশিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মুন্না, সদস্য শিশির ঘোষ অমর, আলী আকবর খান, রেহান উদ্দিন মামুন, মাহবুব মুন্সি, ইব্রাহিম খলিল রাসেল, মোস্তফা মুন্সি ও ফারুক মুন্সিসহ আরো অনেকে প্রমূখ।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন