সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল বলেছেন, আগে বিচারে কি হইতো ডাইরেক্ট পুলিশ আনতো, কিছু হইলেই পুলিশ, এলাকায় পুলিশ আসা বন্ধ, এলাকায় পুলিশ আসতে পারবে না। সমাজের যারা নেতৃত্ব দিবে তারা যদি মনে করে পুলিশ আনতে হবে, তখন পুলিশ আসবে। আর যারা নিজে থেকে পুলিশ নিয়ে আসবে তাদেরকে সমাজ থেকে বাদ করে দিতে হবে।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে নাসিক ৫নং ওয়ার্ড এলাকায় ’ সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ’র জরুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাবেক কাউন্সিলর জিএম সাদরিল বলেন, আগে আমরা আমাদের বিচার করবো, বিচার যদি না করতে পারি তখন থানায় যাব। কথা বললেই পুলিশ দিয়ে ক্ষমতা দেখানোর দিন এখন শেষ। যারা পুলিশ আনবে তারা সমাজের শত্রু। আগে সমাজের বিচার সমাজের মুরব্বিরাই শেষ করে দিত। এখন কিছু হলেই আগে পুলিশ ধইরা নিয়ে যায়। পরে ২০ হাজার ৫০ হাজার টাকা কন্ট্রাক হয়। এগুলো সমাজ থেকে দুর করতে হবে।
‘সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ’র সভাপতি এসএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈন উদ্দিনের সঞ্চালনায় উক্ত জরুরী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কাজী মোস্তফা, আব্দুর রশিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মুন্না, সদস্য শিশির ঘোষ অমর, আলী আকবর খান, রেহান উদ্দিন মামুন, মাহবুব মুন্সি, ইব্রাহিম খলিল রাসেল, মোস্তফা মুন্সি ও ফারুক মুন্সিসহ আরো অনেকে প্রমূখ।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.