

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লা ও ফেনী জেলার বন্যার্তদরে জন্য উপহার সামগ্রী নিয়ে যাওয়ার পথে কুমিল্লায় বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল। মঙ্গলবার দুপুরে কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলে সাক্ষাৎ করেন সাদরিল এ সময় দুজনের মাঝে কুশল বিনিময় সহ কিছু সময় মতবিনিময় করেন। কাউন্সিলর সাদরিল এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে হোটেল থেকে পুনরায় ফেনীর জেলার উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দেন কাউন্সিলর ।
কাউন্সিলর সাদরিল জানান, আমরা কুমিল্লা ও ফেনী জেলার বন্যার্তদরে জন্য উপহার সামগ্রী নিয়ে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমাদের গাড়িবহর নিয়ে রওনা দেই পথিমধ্যে কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলে দুপুরেরর খাবার খাওয়ার জন্য বিরতী দিলে সেখানেই বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাৎ করি এবং আমাদের কুশল বিনিময় ও মতবিনিময় হয়। রুহুল কবির রিজভী আমাদের এ উদ্দেগ্যের প্রশংসা করে বলেন, এ মুহুর্তে আমাদের সবার উচিৎ দলমত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাড়ানো। বিপদে মানুষের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। তিনি কাউন্সিল সাদরিলের ভুয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি জিএম সাদরিল কুমিল্লা ও ফেনী জেলার প্রায় দেড় হাজার পরিবারের জন্য জন্য উপহার সামগ্রী নিয়ে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে রওনা দিয়েছেন। বুধবার ৪ সেপ্টেম্বর তিনি নিজে দুর্গত এলাকার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন করবেন।