শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
লিলেট নগরে মজুমদারিতে বিদ্যুৎস্পৃষ্টে আহত তরুণীর মৃত্যু
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২:৩৯ পূর্বাহ্ন

 

সিলেট অফিস ::

নগরীর মজুমদারি এলাকায় বাসার ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া তরুণী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। মৃত সামিয়া রহমান (১৮) বিয়ানীবাজার উপজেলার বড়আইল গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। এ ঘটনায় তার ফুফাতো বোন সাদিয়া জান্নাত ইভা গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন।

সামিয়ার খালাতো ভাই দিপু আহমদ জানান, ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মজুমদারি এলাকার বাসার ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে আগুনে দ্বগ্ধ হন ঐ তরুনী। দগ্ধ সামিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালটির উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছিলেন তার দেহের ৯০ ভাগ পুড়ে যায়। ফলে তাকে আশঙ্কাজনক অবস্থায় জরুরীভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়। শুক্রবার চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন