

মোঃ ওয়াহিদুল করিম,উপজেলা প্রতিনিধি(পঞ্চগড়)
তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে পঞ্চগড়ের ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ।
আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার জেমজুট বাজার সংলগ্ন মাঠে সালাতুল ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।এ সময় নামাজের ইমামতি করেন মুসলিমবাগ জেমজুট জামে মসজিদের খতিব,আলহাজ্ব মাওলানা সাইয়েদুর রহমান।তিনি বলেন,আজকের এই তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি হল আমাদের কর্মের ফল।আল্লাহ আমাদেরকে এসব দুর্যোগ থেকে মুক্তি দান করুন।
নামাজ শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর পঞ্চগড় জেলার সহ-সভাপতি মাওলানা জাহিদুর রহমান।তিনি বলেন,হে আল্লাহ আমাদের ভুল ত্রুটির জন্য আযাব দিওনা।তোমার রহমতের বৃষ্টি দিয়ে এই শুষ্ক জমিনকে ভিজিয়ে দাও।
নামাজ শেষে সকলে হাত তুলে কান্নাকাটির সাথে দোয়া ও মোনাজাত করেন এবং জীবনের সকল গুনাহ-খাতার জন্য আল্লাহর কাছে মাফ চান।
গ্রীস্মের তাপদাহে পুড়ছে সারা দেশ।তাই নিয়ে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মানুষের জীবন অতিষ্ঠ।জেমজুটের স্থানীয় বাসিন্দারা বলেন,এরকম তাপদাহ তারা আর কখনো দেখেনি।আল্লাহ যেন আমাদেরকে এ দুর্যোগ হতে মুক্তি দেন।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রোকনুজ্জামান জানান,পঞ্চগড়ে ক্রমাগত তাপমাত্রা বেড়েই চলছে।তো কাল তাপমাত্রার রেকর্ড হয়েছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও পঞ্চগড়ের বিভিন্ন স্থানে আজ সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়।