শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
উপকূলের জীবনমান দেখে এলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস
আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ২:৪১ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক :

 

খুলনার উপকূলীয় উপজেলা কয়রা ঘুরে গেলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টর যোগে কয়রা ত্যাগ করেন তিনি।

জানা যায়, সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া মঙ্গলবার সকাল ৮টায় মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। পরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গসমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম পরিদর্শন ও মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন করেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনেছেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করেছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথির কয়রায় আগমন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন